শেরপুরের নকলায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তারদের কার্যক্রমকে ত্বরান্বিত ও অধিক ফলপ্রসূ করতে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবার জন্য নতুন ফাস্ট এইড বক্স প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্ষুদে ডাক্তারদলের হাতে নতুন একটি বক্স তুলে দেওয়া হয়।
এসময় মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, সহসুপার মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান খান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, ইয়াছিন আহাম্মেদ, মো. কব্দুল হোসেন, আরিফ হোসেন, মো. উজ্জল মিয়া ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তারদল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করে রাখে।
ক্ষুদে ডাক্তারদের মূল দায়িত্ব গুলো- ফ্লীপচার্ট থেকে নির্ধারিত শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্য বার্তা পড়ে শোনানো, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ঔষধ সেবনে সক্রিয় অংশ গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহন (ওজন, উচ্চতা মাপা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করা )। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিবস উদ্যাপনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ, বিশ্ব স্বাস্থ্য দিবস, ম্যালেরিয়া দিবস, বিশ্ব জলাতংক দিবস, হাত ধোয়া দিবস ও মীনা দিবস উদ্যাপন।
ক্ষুদে ডাক্তারদের জন্য নির্ধারিত কার্যক্রম বার্ষিক পঞ্জিকা অনুযায়ী জানা গেছে, তাদের কাজ গুলো হলো- জানুয়ারী মাসে পুষ্টিহীনতা ও জলাতংক বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সভা; ফেব্রুয়ারীতে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ও জলাতংক; মার্চে কৃমি নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ; এপ্রিলে কৃমিনাশক ঔষধ সেবন করানো, স্বাস্থ্য পরীক্ষা, বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন, ম্যালেরিয়া দিবস উদ্যাপন (শুধুমাত্র ম্যালেরিয়া অধ্যুষিত জেলাসমূহে); মে মাসে পুষ্টিহীনতা ও জলাতংক, জুনে অসংক্রামক রোগ ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা; জুলাই মাসে কৃমি নিয়ন্ত্রণ; আগষ্টে পুষ্টিহীনতা ও জলাতংক, সেপ্টেম্বরে কৃমি নিয়ন্ত্রণ, বিশ্ব জলাতংক দিবস উদ্যাপন ও মিনা দিবস উদ্যাপন; অক্টোবর মাসে কৃমিনাশক ঔষধ সেবন করানো, স্বাস্থ্য পরীক্ষা ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন; নভেম্বরে পুষ্টিহীনতা ও অসংক্রামক রোগ; ডিসেম্বর মাসে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা।
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্ষুদে ডাক্তারদলের সার্বিক তত্বাবধায়ক মো. মোশারফ হোসাইন বলেন ‘নির্ধারিত কর্মসূচির বাহিরেও শিক্ষার মানোন্নয়নে ক্ষুদে ডাক্তারদের বিভিন্ন কাজে লাগানো হয়। যেমন- শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীসহ অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য শ্রেণীকক্ষে আগাম ঘোষনা দেয়া, ঝরে পড়া ছেলে-মেয়েদের উপস্থিতি নিশ্চিত করে তাদেরকে অন্যান্য ছাত্র-ছাত্রীর সাথে কৃমি নাশক ঔষধ সেবন করানো, বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা যেমন- ভালোভাবে হাত ধোয়া, নিয়মিত নখ কাটা, হাঁচি-কাশি দেওয়ার নিয়ম কানুন ও দাঁত ব্রাশসহ বিভিন্ন বিষয়ের কৌশলসমূহ ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করাও ক্ষুদে ডাক্তারদের কাজ’।