বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

শেরপুরে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৩ বার পঠিত

শেরপুরের ইদ্রিস গ্রুপ অব কোম্পানী প্রাইভেট লি: এর পরিচালক তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহানের বিরুদ্ধে ফেইসবুকে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। Jcd Sherpur নামের একটি ফেইসবুক আইডিতে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান ধানের শীষ প্রতীক নিয়ে শেরপুর-১ আসন থেকে নির্বাচন করছেন, এমন একটা পোষ্ট দেয়া হয়েছে। এতে অনেকই বিভ্রান্ত হচ্ছেন।

প্রকৃত অর্থে শেরপুরের বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার মৃত্যুর পর তার একমাত্র পুত্র তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান তাদের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নন। তার বাবার মতো সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে মানুষের সেবা করে আসছেন।

কোম্পানীর চেয়ারম্যানের পিএ কামরুজ্জামান রিপন বলেন, আমাদের সাহেব (গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান) কোন রাজনীতির সাথে জড়িত নাই। এ ধরনের পোষ্ট যে বা যারা দিয়ছেন তা সঠিক নয়। ইহা সম্পূর্ণ মিথ্যা এ ভিত্তিহীন। এ মিথ্যা পোষ্টটি যে বা যারা দিয়ছেন তা দ্রুত রিমোভ করে নিয়ে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুনযুগ পত্রিকার সম্পাদক মো. মেরাজ উদ্দিন জানান, শেরপুরের সর্বসাধারণের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব শিল্পপতি মরহুম ইদ্রিস মিয়াকেও অনেকেই নির্বাচনের জন্য প্রস্তাব দিলেও তিনি কখনই তাতে রাজি হননি। তার একমাত্র ছেলে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান যে সময়ে তাদের শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং সবমহলে গ্রহণযোগ্যতা অর্জন করছেন ঠিক সেই সময় তাকে বিভ্রান্ত করতে ফেইসবুকে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তমূলক অপপ্রচারে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে ব্যবসায়িক কাজে ভারতে অবস্থানরত তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান জানান, আমি নির্বাচন করার কথা কোথাও ইচ্ছে প্রকাশ করি নাই। যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।