নকলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) “খ” শ্রেণির দিবস হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়।
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মর্কতা অনিক রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির পদ্ধতি ও সেবার ধরন, দপ্তর সমূহের উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে সরকারি সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব এসব বিষয়সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের মাধ্যমে কিভাবে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন সহজ থেকে সহজতর হয় তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারি সেবা সমূহের মানোন্নয়নের জন্য করনীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মর্কতা-কর্মচারিগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন ও বিভিন্ন শ্রেণি-পেশার অনেকে।