সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

নকলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পঠিত

শেরপুরের নকলায় টিআর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বীরনিবাসের ছাদ ঢালাই কার্যক্রমসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুইটি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

বৃহস্পতিবার দুপুর থেকে ইউএনও সাদিয়া উম্মুল বানিন এই কার্যক্রম শুরু করেন। এদিন চরঅষ্টধর ও উরফা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, চন্দ্রকোনা ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত বীরনিবাসের ছাদ ঢালাই কার্যক্রমসহ টিআর প্রকল্পের আওতায় উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিনাত আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (ইজিপিপি) নূর মোহাম্মদ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।