শেরপুরের নকলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে দুই পঙ্গু ভিক্ষুককে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক ও বিকল্প কর্মসূচির আওতায় টং দোকান ঘর ও মুদির দোকানের মালামাল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব প্রদান করা হয়।
এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ৭নং টালকী ইউনিয়নের নয়াবাড়ী এলাকার এক পঙ্গু ভিক্ষুক ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকী এলাকার আরো এক পঙ্গু ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক ও বিকল্প কর্মসূচির আওতায় টং দোকান ঘর ও মুদির দোকানের মালামাল তুলে দেওয়া হয়েছে।