বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলায় কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও উপকরণ বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭০ বার পঠিত

শেরপুরের নকলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে সনদপত্র, কারাতে পোশাক ও বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কারাতে প্রশিক্ষণার্থী (শিশু শিক্ষার্থী), এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একটি করে মোট ১০টি কিশোর কিশোরী ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবের ৩০ জন করে উপজেলার মোট ৩০০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে কারাতে সনদপত্র, কারাতে পোশাক ও বই বিতরণ কাজ শুরু হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সকল কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে সনদপত্র, কারাতে পোশাক ও বই বিতরণ করা হবে বলে তিনি জানান।

কোনো বিপদে পড়লে শিক্ষার্থীরা এ কারাতে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারবে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের আত্মরক্ষা ও ইভটেজিং প্রতিরোধে এই প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব বহন করবে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।