শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ-এঁর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় অনির্বাণ সংঘের মিলনায়তনে জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান (হাবি মাস্টার) এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলেচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক হাবিব মো. সিদ্দিক জিলাম প্রমুখ।
আলেচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন নয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল ইসলাম। এসময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।