শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর, হাতিবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের জন্য ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নকলা উপজেলার গৌড়দ্বার বাজারে পৌঁছালে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নকলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ পরবর্তী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি সারোয়ার মূর্শেদ জাস্টিস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন সরকার ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে শেরপুরে আগমন উপলক্ষে তাদের সাথে নকলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা সুযোগ সৃষ্টি হয়।
জুম’আ নামাজ শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উন্মুুক্ত আলোচনায় সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা, সকল নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে ও সংগঠনের গতি বৃদ্ধিতে সাপ্তাহিক বা পাক্ষিক, মাসিক বা দ্বি-মাসিক বা ত্রৈমাসিক আলোচনা সভার আয়োজন করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বিশেষকরে সকল জাতীয় দিবস সমূহে মাদার/ফাদার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করে কর্মসূচিকে সফল করতে সকলকে অংশ গ্রহনের জন্য সবসময় প্রয়োজনীয় সকল কর্মসূচি গ্রহন করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সার্বিক পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু-এঁর নির্দেশনা মোতাবেক সংগঠনের সকল কর্মকান্ডকে জোরালো করার তাগিদ দেওয়া হয়।
নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ঐক্যদেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সন্তুষ প্রকাশ করেন এবং যেকোন সমস্যায় বা যেকোন প্রয়োজেন সরাসরি তাদের সাথে যোগযোগ রক্ষা করার পরামর্শ প্রদান করেন তাঁরা।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সংগঠনের সকল কার্যক্রম গতিশীল আছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অনেকে।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নকলা উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদ, স্বেচ্ছাসেবক পৌরসভার কাউন্সিলর নূরে আলম সিদ্দিক খোকন ও স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর রউফ শিবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ শেরপুরে পৌঁছালে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।