ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও আইনজীবী রফিকুল ইসলাম আধার-এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ পরবর্তী কবি সংঘ বাংলাদেশ-এর সাথে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের কালির বাজারস্থ শ্যামলবাংলা টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক দশকাহনিয়া পত্রিকার কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন কবি সংঘ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।
সৌজন্য স্বাক্ষাৎকালে কবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি ও নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কবি-কালামিস্ট তালাত মাহমুদ, কবি সংঘ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু ও সদস্য কবি নাসিম তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেরপুর প্রেসক্লাব ও কবি সংঘ বাংলাদেশ-এর উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে উন্মুক্ত ও পরামর্শ মূলক আলোচনা করেন তারা। এর আগে শেরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বিশিষ্ট কবি, সম্পাদক-প্রকাশক, সাংবাদিক আইনজীবী রফিকুল ইসলাম আধারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে রাত পৌণে ৯টার সময় জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পদক মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এক আলোচনা সভার আলোচ্য সূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকলকে নকলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। যা নকলা প্রেসক্লাবের রেজুলেশন বহিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আকারে লিখিত ভাবে লিপিবদ্ধ করা হয়েছে।
এসময় নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য শীমানুর রহমান সুখন, রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।