পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য এহতেশাম সুমন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ পরবর্তী আলোচনাকালে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা, বেশিবেশি কর্মসূচি পালন করা, সকল নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে ও সংগঠনের গতি বৃদ্ধিতে সাপ্তাহিক বা পাক্ষিক, মাসিক বা দ্বি-মাসিক বা ত্রৈমাসিক আলোচনা সভার আয়োজন করা। সকল জাতীয় দিবস সমূহে মাদার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করে কর্মসূচিকে সাফল্য মন্ডিত করতে সকলকে অংশ গ্রহনরে জন্য সবসময় প্রয়োজনীয় সকল কর্মসূচি গ্রহন করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু-এঁর নির্দেশনা মোতাবেক সংগঠনের সকল কর্মকান্ডকে জোরালো করার তাগিদ দেওয়া হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নকলা উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, স্বেচ্ছাসেবক রুকন উদ্দিন, মনোয়ার হোসেন, বকুল মিয়া, খোকন, বুলবুল, হামিদ খান, হৃদয়, খাজা মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সংগঠনের সকল কার্যক্রম গতিশীল করা হচ্ছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ অনেকেই।
সবশেষে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ঐক্যদেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এহতেশাম সুমন সন্তুষ প্রকাশ করেন এবং যেকোন সমস্যায় বা যেকোন প্রয়োজেন সরাসরি তার সাথে যোগযোগ রক্ষা করার পরামর্শ প্রদান করেন তিনি।