শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলা প্রেসক্লাবে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উদযাপন ও প্রশিক্ষণ প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

শেরপুরের নকলায় বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপস্থিত সাংবাদিকগনের চাহিদা মোতাবেক ক্রীড়া প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে দুই ঘন্টাব্যাপি বুনিয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।

রবিবার (২ জুলাই) সন্ধ্যায় নকলা প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নুর হোসেন, ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যনীর্বাহী সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান ও শীমানুর রহমান সুখন প্রমুখ।

বক্তারা মিডিয়া জগতে ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগের কথা তুলে ধরেন। ‘লাইভ কাভারেজ’ এবং প্রতিবেদন উপস্থাপন, ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ব্যস্ততম ক্রীড়া সাংবাদিকতার পেশায় নিয়োজিত সত্ত্বেও ক্রীড়া পরিকাঠামোগত উন্নতির পরামর্শ প্রদান অবশ্যই ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগের অন্যতম নিদর্শন বলে তারা মনে করেন। আগামী প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরাও তা অনুসরণ করে এগিয়ে যাবে বলে প্রত্যেকের প্রত্যাশা।

তারা জানান, ১৯২৪ সালের ২ জুলাই তারিখে ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা (এআইপিএস) প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করছে। বাংলাদেশে এর স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

বক্তারা আরো জানান, বাংলাদেশে এআইপিএস’র একমাত্র স্বীকৃত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবং তার আঞ্চলিক সংস্থাগুলোও গত ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছরই এই দিবসটি উদযাপন করে আসছে। তবে এবছর নকলা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে দক্ষতা অর্জনের লক্ষ্যে এই দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয় এবং ক্রীড়া প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে সাংবাদিকদের দুই ঘন্টাব্যাপি বুনিয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আলোচনা সভার পরে সাংবাদিকগনের চাহিদা মোতাবেক ক্রীড়া প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে বুনিয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কার্যনীর্বাহী সদস্য আব্দুর রফিক ও মোশাররফ হোসেন শ্যামল; সদস্য সুজন মিয়া ও রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।