মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নকলার তরুণ কর্মজীবীগন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৪১ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাব-এর সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়সহ প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু বুক কর্ণার এবং ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন দপ্তরে কর্মরত নকলা উপজেলার তরুণ ও উর্ধ্বতন কর্মকর্তাগন।

বৃহস্পতিবার রাতে ঢাকা পুলিশ হেডকোর্টারের এসবি শাখার পরিদর্শক শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম, কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন (পলাশ), কিশোরগঞ্জে কর্মরত প্রাণি সম্পাদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলীম, ময়মনসিংহ শহরে কর্মরত পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদ (আপেল), রাজধানী ঢাকার ইনেসিনা হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ রাশেদুলজ্জামানসহ নাম-পদবী না জানা দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত নকলা উপজেলার তরুণ কর্মকর্তাগন।

তাঁরা দীর্ঘক্ষণ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে গল্পে গল্পে নকলা প্রেসক্লাবের হঠাৎ করে আমুল পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। এছাড়া ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের সার্বিক বিষয়ে তাঁরা খোঁজ খবরনেন এবং সার্বিক বিষয়ে জেনে নকলা প্রেসক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন তাঁরা। তাঁরা নকলা প্রেসক্লাবের কার্যক্রম, বর্তমান পরিচালনা পরিষদ ও ক্লাব পরিচালনার বিষয়ে বিস্তারিত জানার পরে ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, সারাদেশের সব সাংবাদিক সংগঠনের অফিসে যদি নকলা প্রেসক্লাবের মতো ছোট পরিসরে হলেও একটা বুক কর্ণার স্থাপন করা হতো, চিত্তবিনোদনের জন্য ইনডোর খেলার আয়োজন এবং সু-শিক্ষায় শিক্ষিত ও বস্তুনিষ্ঠ লেখকদের দিয়ে ক্লাব পরিচালনা করা সম্ভব হতো, তাহলে জাতি অধিক উপকৃত হতো বলে তাঁরা মন্তব্য করেন। তাতেকরে বঙ্গবন্ধু-এঁর স্বপ্নের সোনার বাংলাদেশ আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যেতো বলে তাঁরা মনে করেন।

তাঁরা প্রেসক্লাব ত্যাগ করার আগে নকলা প্রেসক্লাবের নির্ধারিত পরিদর্শন রেজিষ্টার খাতায় পরিদর্শন পূর্বক সুচিন্তিত মতামত ও শুভ কামনা জানিয়ে গেছেন। তাদের বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মতামত সমূহ যেকোন শিক্ষিত মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কার্যনীর্বাহী সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, আব্দুর রফিক, শীমানুর রহমান সুখন ও মোশাররফ হোসেন শ্যামল; সদস্য সুজন মিয়া ও রেজাউল হাসান সাফিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।