শেরপুরের নকলায় উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও কর্মীদের ঐতিহাসিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (পহেলা জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুরু আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালানায় সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, সাবেক সভাপতি ও গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার, সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেরপুর জেলা অওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম মুকুল, সাবেক আহবায়ক আজাহারুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক উৎপল, সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সুজা, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ত্রাণ ও মসাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহেল খসরু রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, সাবেক সভাপতি জিকরুল হাসান পিকুল ও সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিড, বর্তমান আহবায়ক আবু হামযা কনক ও যুগ্ম আহবায়ক সৌরভ শাহরিয়ার প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান বিদ্যুৎ, ২০০২ সালে বিএনপি-জামাতের সন্ত্রাসী দ্বারা নির্যাতিত শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও নকলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান কাজল, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, সদস্য শামীমুজ্জামান মিঠু, সাবেক ছাত্রলীগ কর্মী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ, আব্দুস ছোবাহান ও মাহফুজুল ইসলাম,সাবেক ছাত্রলীগ কর্মী ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা অনিক, হাজী জালমামুদ কলেজ ছাত্রলীগ শাখার সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শ্যামল, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ কর্মী মোজাহিদুল আলম চৌধুরীসহ সাবেক ও বর্তমান ছাত্র লীগের অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের সর্বস্তরের অগণিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।