সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

নকলায় হাসপাতালে মেয়েকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পিতা নিহত!

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩১ বার পঠিত

হাসপাতালে অপারেশন হওয়া অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল ওয়াদুদ নামে এক পিতার মৃত্যু হয়েছেন। সোমবার সকালে শেরপুরের নকলা উপজেলায় এই মর্মন্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল ওয়াদুদ উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এবং জেলার শ্রীবরদী উপজেলার এক মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই ঘটনায় আরো অন্তত ৬ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানায়।

জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা ফুলপুরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করা অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা সাবরেজিষ্ট্রার অফিসের সামনে সিএনজি চালিত আটো রিক্সা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটো রিক্সায় থাকা আব্দুল ওয়াদুদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানান।

নিহতের ভাতিজা ফরিদ আহমেদ বলেন, আমার চাচা আব্দুল ওয়াদুদ অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনে জেলার শ্রীবরদী উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি ৬ সন্তানের জনক ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত যানদুটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে কোন চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।