শেরপুরের নকলা উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসাতে স্টীলের বেঞ্চ বিতরণ করেছেন মহান জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সফল সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি।
রবিবার (২৫ জুন) দুপুরের দিকে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরের মুজিবশতবর্ষ মঞ্চ মাঠে মেধাবী শিক্ষার্থীর মাঝে সমহারে এক হাজার টাকা করে আর্থিক প্রনোদনা বিতরণ শেষে মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষকগনের হাতে এসব বেঞ্চ তুলে দেওয়া হয়। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১০ জোড়া (১০ টি হাই ও ১০টি লো) বেঞ্চ বিতরণ করা হয়। এ হিসেব মতে, উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসাতে মোট ৫০০ জোড়া স্টীলের নতুন বেঞ্চ বিতরণ করা হলো। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানে বেঞ্চ পরিবহনের জন্য ভাড়া বাবদ প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের নামে নগদ ৩০০ টাকা করে প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল,
ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর ও বেলায়েত হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ; উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, সাবেক সভাপতি জিকরুল হাসান পিকুল ও সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিডসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।