শেরপুরের নকলায় মহান জাতীয় সংসদের উপনেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলার গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের ঐতিহ্যবাহী গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের অন্তত ছয় কর্মচারী।
রবিবার (২৫ জুন) সকালে গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে গনপদ্দী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এবং মাধ্যমিক শাখার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা (ঈদ উপহার) বিতরণের উদ্দেশ্যে হাজির হলে সংসদ উপনেতাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম, কম্পিউটার ল্যাব অপারেটর আয়েশা সিদ্দিকা রুমি, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মী মো. সাঈম মিয়া, আয়া জোনাকী আক্তার ও নৈশ প্রহরী মো. টুটুল মিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।