শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

ঈদুল আযহা উপলক্ষে নকলা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০১ বার পঠিত

শেরপুরের নকলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্যাক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর আওতায় পৌরসভার ৩ হাজার ৮১টি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে নকলা পৌরসভা প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণ কার্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।

এসময় পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, পৌরসভার হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেন ও গৌর দেবনাথসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, পৌর পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগন, সুবিধভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য মতে, উপজেলায় ভিজিএফ কার্ডধারী ১৬ হাজার ৯৯৪ পরিবারের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কাজ চলছে। এতে নকলা পৌরসভার ৩ হাজার ৮১টি সুবিধাভোগী পরিবারের মাঝে এবং উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৯১৩টি পরিবারেরউপজেলার গনপদ্দী ইউনিয়নের ১ হাজার ৮৫০টি পরিবার, নকলা ইউনিয়নের ১ হাজার ৪০০ পরিবার, উরফা ইউনিয়নের ১ হাজার ৭৫০টি পরিবার, গৌড়দ্বার ইউনিয়নের ৯১৩ পরিবার, বানেশ্বরদী ইউনিয়নের ১ হাজার ৩৫০টি পরিবার, পাঠাকাটা ইউনিয়নের ১ হাজার ৬০০ পরিবার, টালকী ইউনিয়নের ১ হাজার ৩৫০টি পরিবার, চরঅষ্টধর ইউনিয়নের ১ হাজার ৭৫০টি পরিবার ও চন্দ্রকোনা ইউনিয়নের ১ হাজার ৯৫০টি পরিবারের মাঝে এবং পৌরসভার ৩ হাজার ৮১টি সুবিধাভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ কাজ চলছে। হিসেব মতে আগত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলায় মোট ১ লাখ ৬৯ হাজার ৯৪০ কেজি চাল বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।