শেরপুরের নকলায় আবারো হিন্দু ধর্মের এক কিশোর কর্তৃক নিজ ধর্ম ত্যাগ ও নাম পরিবর্তনের ঘটনা ঘটেছে। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহন পূর্বক নিজ নাম পরিবর্তন করেছেন শ্রী বিজয় রবি দাস নামে এক কিশোর। ইসলাম ধর্ম গ্রহন করার পরে সরকারি আইন ও ইসলামী শরিয়াহ মোতাবেক তার নাম রাখা হয়েছে মো. আবদুর রহমান।
মো. আবদুর রহমান (পূর্ব নাম শ্রী বিজয় রবি দাস) উপজেলার ৭নং টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকার শ্রী বিহারী রবি দাস ও শ্রী বাতাসী রাণী দম্পত্তির সন্তান।
শেরপুর আদালতের আইনজীবী আব্দুল্লাহ আল কায়সার ও রোটারি কার্যালয়ে ২২ জুন তারিখে স্বশরীরে হাজির হয়ে সরকারি আইনি ও ইসলামী শরিয়াহ মোতাবেক তার নাম রাখেন মো. আব্দুর রহমান। তার জন্ম তারিখ ৬ এপ্রিল, ২০০৫ সাল এবং জন্ম নিবন্ধন নম্বর ২০০৫৮৯১৬৭৭৬১১২৮৮২।
তথ্য মতে, সে ১৬ জুন ইসলামিয়া শরীয়াহ মোতাবেক ওযু-গোসল করে পাক-পবিত্র হয়ে স্থানীয় ‘মহিউস সুন্নাহ মাদ্রাসা’-তে হাজির হয়ে কালেমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। এসময় ‘মহিউস সুন্নাহ মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার মুসলিম জনতা উপস্থিত ছিলেন। সে মহিউস সুন্নাহ মাদ্রাসাতেই লেখাপড়া করবে বলে উপস্থিতিদের সামনে ঘোষনা দেন। এই ঘোষনা শুনে এলাকাবাসী তার লেখা পড়ার খরচ বহন করবে বলে জানান।
সদ্য মুসলামান হওয়া মো. আবদুর রহমান জানান, ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনে তাকে কালেমা পড়িয়ে মুসলামান বানানো হয়েছে। পরে স্বজ্ঞানে সুুস্থ্য মস্তিষ্কে শেরপুর নোটারী পাবলিকের হলফনামায় স্বাক্ষর করে নিজ নাম ঘোষনা করেন তিনি।
আবদুর রহমান বলেন, আমি হিন্দু ধর্মের দীক্ষায় দীক্ষিত ছিলাম। কিন্তু ছোট কাল থেকে মুসলমান সম্প্রদায়ের সাথে চলাফেরা করে ও বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে, ইসলাম ধর্মীয় আলোচনায় বসে এই মর্মে উপলব্ধি করতে পেরেছি যে, বিভিন্ন ধর্মের মধ্যে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য ইসলামই একমাত্র সঠিক পথ। তাই ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি স্বেচ্ছায় আমার পুরাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহনের চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই এবং ইসলাম ধর্ম গ্রহন করি।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমি স্বজ্ঞানে ও সুুস্থ্য মস্তিষ্কে আমার নাম শ্রী বিজয় রবি দাস পরিবর্তন করে ইসলামী শরিয়াহ মাতাবেক মো. আব্দুর রহমান নামে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি। আজ (২২ জুন) হতে মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বহাল থাকতে চান তিনি। এর জন্য সদ্য মুসলামান হওয়া মো. আবদুর রহমান সবার কাছে দোয়া কামনা করেছেন।