সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের সামনে ও উপজেলার প্রায় সকল সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক-এর উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসের সামনে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার পার্থ পাল, আব্দুল্লাহ আল নাহিদ ও খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিজ হাতে বেশকিছু ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন। এছাড়া উপজেলার বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ তার অধিনস্থ সকল সহকারী শিক্ষকগণকে সাথে নিয়ে নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।