শেরপুরের নকলায় নারী পুলিশদের জন্য থানার নবনির্মিত ‘নারী পুলিশ ব্যারাক’ ও পুরাতন হলচত্বরে স্থাপিত ‘ট্রাফিক পুলিশ বক্স’-এর উদ্বোধন করেছেন শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। বৃহস্পতিবার বিকেলে এই স্থাপনা দুইটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, টিআই আবু সাইদ হীরণ, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের ভারপ্রাপ্ত টিআই (সার্জেন্ট) সালমান খান রাজন, নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত ও শীমানুর রহমান সুখনসহ অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীগন ও পুলিশ বিভাগে কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘নারী পুলিশ ব্যারাক’ ও ‘ট্রাফিক পুলিশ বক্স’-এর উদ্বোধন শেষে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ একটি কাঠ গোলাপের চারা রোপণ করেন। এছাড়া থানায় আগত বিচার প্রার্থীদের বসার জন্য নির্মিত দৃষ্টিনন্দন গোল ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়।
সবশেষে নকলা থানা পুলিশদের আবাসন সমস্যা ও তাদের জীবন যাত্রার মান নিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন- বঙ্গবন্ধু কন্যা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের প্রতি সর্বোচ্চ সুদৃষ্টি রেখেছেন। পুলিশদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতসহ সব ধরনের সহায়তা প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে অচিরেই নকলা থানাতেও আধুনিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক ভবন নিশ্চিত করা হবে বলে তিনি আশাব্যক্ত করেন।
এর আগে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম নকলা থানা চত্তরে পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান ও পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।