বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ, সম্পাদক মনি

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

১৩ জুন, মঙ্গলবার শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন-কে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক মনি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আশরাফ হোসেন-এর নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ বিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ, রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ।

ওইসময় জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান, চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আতর আলী, শ্রীবরদী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, শাহ্ মো. হারুন জিলানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজী শাহনেওয়াজ শাহীন, সহ-সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, মোহাম্মদ উসমান গণি, জাতীয় পার্টির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।