বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

শেরপুরের ব্র্যান্ডিং পণ্য তুলশীমালা ধান নিয়ে কবিতা ‘আভিজাত্য ধান’

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪০২ বার পঠিত

আভিজাত্য ধান

                       –জাহাঙ্গীর আলম

তুলশীমালা ধান চাষ করে শেরপুর জেলাবাসী,
তাইতো ওরা দেশের মধ্যে আদর্শবান চাষি ।

গারো পাহাড় পাদদেশের জেলা হলো শেরপুর,
তুলশীমালার সৌন্দর্যে তাই চাউল কলে ভরপুর।

তুলশীমালার চালের ঘ্রাণে সদাই হাসে চাষি,
মজার পায়েস পোলাও খেয়ে মুগ্ধ বিশ্ববাসী।

দেশ বিদেশে ছড়ে পড়ছে তুলশীমালার খ্যাতি,
এই ধানেরই আবাদ করে কৃষক ছড়ায় জ্যোতি।

তুলশীমালা ঘরে ওঠলে কৃষক সবাই হাসে,
এমন চালের তৈরী খাবার ঘ্রাণে যেনো ভাসে।

শেরপুর জেলার আভিজাত্য তুলশীমালা ধানের,
উক্ত ধানের চাউল হলো আন্তর্জাতিক মানের।

তুলশীমালার চাউলে আজ দেশের বাড়ছে মান,
শেরপুর জেলার আভিজাত্য তুলশীমালার ধান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।