শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত শিশু খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে আব্দুর রশিদ সুইট (৫০) নামে এক কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহযোগিতায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এই আদালত পরিচালনা করেন এবং অর্থদণ্ডাদেশ প্রদান করেন। তাছাড়া শিহাবুল আরিফ-এর নির্দেশে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের নয়াবাড়ী এলাকার মৃত হাসানুজ্জামানের ছেলে আব্দুর রশিদ সুইট দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত শিশু খাদ্য উৎপাদনসহ বাজারজাত করে আসছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (২) ধারার অপরাধে কারখানার মালিক সুইটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাসসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।