শেরপুরের নকলায় ইয়াবাসহ রুবেল মিয়া (৪৮) ও ইসরাত জাহান অন্তি (১৯) নামে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে নকলা থানার পুলিশ।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকলা পৌরসভার ফেরুষা এলাকায় রনি ট্রেডার্সের পেছনের একটি বাসা থেকে ১৫ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
রুবেল মিয়া নকলা ইউনিয়নের নকলা উত্তর (ডাকাতিয়াকান্দা) গ্রামের হজরত আলীর ছেলে এবং ইসরাত জাহান অন্তি পৌরসভার ইশিবপুর এলাকার আইরিন আক্তারের মেয়ে।
নকলা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটকের পরে জনসম্মূখে তাদের দেহ তল্লাশী করে রুবেলের কাছে ১০ পিস ও অন্তির কাছে থাকা ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (৩৩) নামে আরেক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায় বলেও তারা জানান। জাহাঙ্গীর পৌর শহরের ফেরুষা এলাকার আশরাফ আলীর ছেলে। তাদের নামে থানায় মাদক আইনে একটি মামলা করার পরে শেরপুর আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় নকলা থানার পুলিশ।