শেরপুরের নকলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়েছে।
এর অংশ হিসেবে ‘সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাষ্ট্রিক দূষণ, প্লাষ্টিক দূষনের সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামমের সভাপতিত্বে বিদ্যালয় প্রঙ্গনে বিভিন্ন জাতের ১০টি গাছের চারা রোপন করার পাশাপাশি ৯০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও কাঠ জাতীয় গাছের একটি করে চারা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
এসময় গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলক কুমার ভট্টাচার্য, নাদিরা বেগম, রোকেয়া বেগম, মাওলানা মো. নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, খন্দকার মঞ্জুর আহমেদ, সোহেল রানা, শারমিন হক আশা ও আল আমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।