দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
৯ জুন শুক্রবার ও ১০ জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ১১ জুন রবিবার থেকে পুনরায় ক্লাশ কার্যক্রম শুরু হবে।