সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২০০ বার পঠিত

শেরপুরের নকলায় মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার (৪ জুন) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত মাসে (মে) কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়।

ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির যেসব শিক্ষার্থী মে মাসের সব কার্যদিবসে উপস্থিত ছিল তাদের হাতে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মো. শওকত আলী, নুসরাত জাহান নিপা, মো. জামাল উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান খান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, ইয়াছিন আহাম্মেদ, মো. কব্দুল হোসেন, আরিফ হোসেন, মো. উজ্জল মিয়া ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার প্রতি শিক্ষার্থীদের নিয়মিত করতে তথা শ্রেণিমূখী করতে কয়েক বছর ধরেই এই অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।