শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

নকলায় অফিসার্স ক্লাব’র নতুন ভবন উদ্বোধন, উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৫১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর জায়গা অফিসার্স ক্লাব-এর নতুন ভবন উদ্বোধন করার পাশাপাশি উপজেলায় চলামন উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন করা হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত উপজেলায় চলামন উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত নতুন অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার।

এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তারের স্বামী নাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, রেকর্ডরুম শাখা, সংস্থাপন শাখা, জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা, ফরমস এন্ড স্টেশনারী শাখা) এস.এম আল-আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, আইসিটি শাখা, জেলা ব্র্যান্ডিং সেল, তথ্য ও অভিযোগ শাখা, পর্যটন সেল, প্রবাসি কল্যাণ সেল) মো. সানাউল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীগন, জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নসহ চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড, গৃহহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার। উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ্য ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে নতুন অফিসার্স ক্লাব ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এই ভবন নির্মান কাজ বাস্তবায়নে সরাসরি তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

নতুন এই ভবনটি উদ্বোধন হওয়ায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর নির্ভরযোগ্য ও নিরাপদ জায়গার ব্যবস্থা হলো বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।