শেরপুরের নকলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় গঠিত গ্রুপের কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উপলক্ষে বুধবার (৩১ মে) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নকলা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. খাইরুল আমীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রুবিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা। এসময় বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. খাইরুল আমীন এবং তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রুবিনা ইয়াসমিনসহ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগন।