শেরপুরের নকলায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পৌরসভার খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক (মা) মোছা. সেলিমা আক্তার এর সভাপতিত্বে ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সেলিম হোসেনের সঞ্চালনায় এই মা সমাবেশে সহকারী শিক্ষক পারুল বেগম, আজিমুন নাহার ও ফেরদৌসি বেগমসহ উপস্থিত অভিভাবকের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।
মা ও অভিভবাক সমাবেশের নির্ধারিত আলোচনার পরে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজী বিষয়ের হাতের লেখা অনুশীলন করার জন্য বিদ্যালয়ে ভর্তিকৃত প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা প্রদান করা হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।