শেরপুরের নকলায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নকলা উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীগন এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী কৃষক-কৃষাণীদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন- উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাহীন রানা।