মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নকলায় র‌্যালি আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

শেরপুরের নকলায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ‘তামাক নয় খাদ্য ফলান’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালি শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী ।

সভায় আরো উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদব ছামিউল হক মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি ডা. ওলি উল্লাহ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এফ.এম রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।