সারা দেশের ন্যায় শেরপুরে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শণীসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে অন্তত ৩টিতে পুরষ্কার বিজয়ী হওয়ার সুমান অর্জন করে।
‘সৌর বিদ্যুতের সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শণীতে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রথম স্থান অর্জন করে এবং বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এই মেলায় জেলার ৫টি উপজেলার অন্তত ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।
এই খুশির সংবাদ পেয়ে নকলা উপজেলার বিভিন্ন সংগঠন ও নানা স্তরের জনগন সরকারি হাজী জালমামুদ কলেজ কর্তৃপক্ষসহ প্রজেক্ট প্রদর্শনে অংশ গ্রহনকারী মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন।