শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত স্থানীয় এক কৃষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের আঞ্চলিক মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিজওয়ানুল বারী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা।
কৃষক-কৃষাণীরা কিভাবে ব্রি ধান-৮৯ এর বীজ সংরক্ষণ করবেন এবং স্থানীয় বীজের চাহিদা পুরণে ভূমিকা রাখবেন সেই বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।
এসময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ফারুক আহমেদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।