শেরপুরের নকলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে নালিতাবাড়ী উপজেলার এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
সোমবার দুপুরের দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি ওসি মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এঁর নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আশরাউল সঙ্গীয় ফোর্স নিয়ে নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।