শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মর্সচি পালন করা হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা মৎসজীবী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে বর্নাঢ্য র্যালি ও সাড়ে ৯টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় সংগঠনটির অফিস কক্ষে উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অুষ্ঠিত হয়।
সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।