শেরপুরের নকলা ভেজাল মিশ্রিত শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে এক সুহেল মিয়া নামে এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
তাছাড়া ভেজাল মিশ্রিত বিপুল পরিমান শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই-এর বিভাগীয় ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, সুহেল মিয়া দীর্ঘদিন যাবত অননুমোদিত একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রঙ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে এবং বিভিন্ন ফলের ক্ষতিকর ফ্লেভার দিয়ে শিশু খাদ্যসহ অন্তত ২০ প্রকারের ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই-এর বিভাগীয় ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী জানান, এই অভিযানে বিএসটিআই-এর অনুমোদনহীন ভেজাল মিশ্রিত খাদ্য সামগ্রী তৈরির অপরাধে কারখানার মালিক সোহেলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জন সম্মুখে প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করে দেয় আদালত কর্তৃপক্ষ।