বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ভেজাল খাদ্য ধ্বংস

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

শেরপুরের নকলা ভেজাল মিশ্রিত শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে এক সুহেল মিয়া নামে এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তাছাড়া ভেজাল মিশ্রিত বিপুল পরিমান শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই-এর বিভাগীয় ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, সুহেল মিয়া দীর্ঘদিন যাবত অননুমোদিত একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রঙ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে এবং বিভিন্ন ফলের ক্ষতিকর ফ্লেভার দিয়ে শিশু খাদ্যসহ অন্তত ২০ প্রকারের ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই-এর বিভাগীয় ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী জানান, এই অভিযানে বিএসটিআই-এর অনুমোদনহীন ভেজাল মিশ্রিত খাদ্য সামগ্রী তৈরির অপরাধে কারখানার মালিক সোহেলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জন সম্মুখে প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করে দেয় আদালত কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।