শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

নকলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

শেরপুরের নকলায় ভূমি সেবা সপ্তাহ (২২-২৮ মে) উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ উপলক্ষে সোমবার (২২ মে) ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, কাননগো শেখ আব্দুর রহিম, সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী, উপসহকারি ভূমি কর্মকর্তা হযরত আলী ও মোকসেদ আলীসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপসহকারি ভূমি কর্মকর্তাগন, মিউটেশন সহকারী শেখ ফরিদ, সেবাগ্রহিতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  ও স্থানীয় সাংবাদকর্মীরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।