শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নুসরত কেরাতে আবারও জেলার সেরা হয়েছে। সে গত বছর (২০২২ সাল) অষ্টম শ্রেণিতে থাকা কালে প্রথম বারের মতো জেলার মধ্যে কেরাতে শ্রেষ্ঠত্বের সুনাম নিয়ে বিভাগীয় পর্যায়ে লড়াই শেষে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছিলো।
শনিবার (২০ মে) শেরপুর মডেল গার্লস কলেজে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব বাছাইয়ের লক্ষ্যে জেলার সকল উপজেলা থেকে আগত প্রতিযোগীদের মধ্যে কেরাত প্রতিযোগিতা শেষে বিচারকগনের রায়ে তাকে কেরাতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে ৭ মে (রবিবার) প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং ১৩ মে (শনিবার) উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নুসরত এই দুই ধাপ পেড়িয়ে জেলাতে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
জেলা শিক্ষা অফিসের এক নোটিশ মোতাবেক জানা গেছে, জেলা পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা আগামী ২৭ মে (শনিবার) ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী স্কুলে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়ায়ে অংশ গ্রহন করবে। এর জন্য নুসরত ও তার বাবা-মা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, শনিবার (২০ মে) শেরপুর মডেল গার্লস কলেজে জেলার সকল উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহনে হামদ/না’ত, কেরাত, রচনা, রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত ও লোক সঙ্গীত, জারী গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, দেশাত্ববোধক গান ও উচ্চাঙ্গ সঙ্গীত, তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ ও লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।