বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

নকলায় বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর স্বাক্ষরিত তালিকা মোতাবেক-

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিযোগিতায়:
কেরাতে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার মাইনুল ইসলাম, হামদ/নাতে কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুবর্ণা আক্তার। বাংলা রচনা প্রতিযোগিতায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আবীর আহম্মেদ জিদান ও ইংরেজী রচনায় সাদমান ফেরদৌস সদ্য। বাংলা কবিতা আবৃত্তিতে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নাশিতা তাবাচ্ছুম ও একক বিতর্ক প্রতিযোগিতায় মিশকাত জাহান সারা। দেশাত্ববোধক গান ও রবীন্দ্র সঙ্গীতে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্রুব ভাদুরী, নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়ুষ দাস আর্য্য। লোক সঙ্গীতে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নিতু সাহা, দলীয় জারীগানে সাদিয়া নূর ও তার দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়ালি আহমেদ প্রিন্স। উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্যে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফাতেমা খানম ছোঁয়া, তাৎক্ষণিক অভিনয়ে বিজয়ী হয়েছে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মেফতাহুল জান্নাত সূচনা।

নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীদের প্রতিযোগিতায়:
কেরাতে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির নুসরত ও হামদ/নাতে দশম শ্রেণির মৌসুমী বেগম। বাংলা রচনা প্রতিযোগিতায় নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার মো. মাহমুদুল হাসান ও ইংরেজী রচনায় নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের রিতু সাহা। বাংলা কবিতা আবৃত্তিতে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মারিয়া খন্দকার। একক বিতর্ক প্রতিযোগিতায় নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফাতিমা কানিজ রিচি ও দেশাত্ববোধক গানে রিতু সাহা। রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীতে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুপ্রভা সাহা, লোক সঙ্গীতে প্রীতিলতা সাহা। দলীয় জারীগানে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নাদিয়া ও তার দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এ সাফাদ দিহান, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্যে পৃথা দেব এবং তাৎক্ষণিক অভিনয়ে বিজয়ী হয়েছে রামিম জান্নাত ঐশী।

একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের প্রতিযোগিতায়:
কেরাতে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার মাহাদী হাসান, হামদ/নাতে মরিয়ম আক্তার ও বাংলা রচনা প্রতিযোগিতায় তাওহিদা আক্তার। ইংরেজী বক্তব্যে সরকারি হাজী জালমামুদ কলেজের মো. মনিরুজ্জামান। বাংলা কবিতা আবৃত্তিতে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের মিফতাউল জান্নাত হিবাত, একক বিতর্ক প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার। দেশাত্ববোধক গানে সরকারি হাজী জালমামুদ কলেজের রাতুল অর রশিদ রিয়াদ। উচ্চাঙ্গ সঙ্গীতে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের কাকন পোদ্দার। লোক সঙ্গীতে সরকারি হাজী জালমামুদ কলেজের সাবের হোসেন, দলীয় জারীগানে সাবের হোসেন ও তার দল; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতায় সুমাইয়া জাহান ও লোক নৃত্যে পূজা সূত্রধর। তাৎক্ষণিক অভিনয়ে বিজয়ী হয়েছে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের মারিয়া জাহান মালা।

স্নাতক (ডিগ্রী) পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায়:
নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা হতে বাংলা রচনায় ও বাংলা কবিতা আবৃত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে মারিয়াম বিনতে মাহমুদ বিজয়ী হয়।

জানা গেছে, ২০ মে, শনিবার শেরপুর মডেল গার্লস কলেজে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।