শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে অন্তর (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধানশাইল ইউনিয়নে কুচনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে এবং কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হলে অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজা বিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় ওই ঘরের উপর হঠাৎ বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন রতনকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।