শেরপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক কারবারীকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে সদর উপজেলার দুর্গা নারায়ণপুর এলাকার নাগপারায় অভিযান চালিয়ে এই দন্ডাদেশ দেওয়া হয়। দন্ডিত মাদককারবারী মো. হাবিব (৩৫)।
শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী যৌথঅভিযানে এই দন্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর “ক” সার্কেল-এর পরিদর্শক মো. এনামুল হক উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন। প্রসিকিউশনের ভিত্তিতে দন্ডিত মাদককারবারী মো. হাবিব (৩৫) কে শেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।