শেরপুরের নালিতাবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বোরো মৌসুমের বঙ্গবন্ধু ধান-১০০’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ।
এসময় স্থানীয় ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।