সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ব্রি ধান-৭৪’র মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত ও অর্থায়নে প্রযুক্তি সম্প্রসারণে বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার গাগলাজানী এলাকায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় লূৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) সোহাগ মিয়া, মিলন মিয়া ও মোক্তার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রেজানা গেছে, চলতি মৌসুমে ব্রি ধান-৭৪ এর ফলন একর প্রতি ৭২ হারে পাচ্ছেন কৃষকরা। এই ফলনে কৃষকরা বেশ খুশি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।