আজ ৮ মে, বিশ্ব গাধা দিবস। আজ এই গাধা নামক প্রাণিটিকে ভালোবাসার দিন, সম্মান জানানোর দিন। কিন্তু দেশের কোথাও কাউকে এসবের ধারেকাছে যেতেও শুনা যায়নি।
তবে গাধা কিন্তু বহু বছর ধরে মানুষের সেবা করে আসছে। এই প্রাণিটিকে সারা বিশ্বে সাধারণত বোঝা টানতে ব্যবহার করা হয়। এই প্রাণিটি প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুতেও টিকে থাকতে পারে এবং টিকে আছে।
গাধা নামক এই প্রাণিগুলো তাদের কর্ম দক্ষতা ও ধৈর্যের কারনেই আমাদের অনেকের কাছে বেশ পরিচিত ও ক্ষেত্র বিশেষে খুব প্রিয় বটে।
তথাপিও, আমাদের কারো কোন রকম ভুল-ভ্রান্তি হলে আমাদের সবাইকে কম/বেশি এই প্রাণিটির সঙ্গে তুলনাকারী হতে হয়েছে। কোন কারনে বোকামি করলেই শুনতে হয়েছে বহুপ্রচলিত শব্দ ’গাধা’! আবার কেউ ভুল করলে আমরা সবাই ’তুমি গাধা নাকি’? তার মানে কেউ বোকামি করলে তাকে খুব সহজেই এই কর্মঠ প্রাণিটির নামকরণের সাথে অজ্ঞাত মিলের কারনে গাধার সঙ্গে তুলনা করি। কিন্তু, গাধা কি আসলেই বোকা বা গাধা? এই প্রশ্নের সঠিক উত্তর আজও সবার অজান্তেই রয়ে গেছে।
যাহোক, বিশ্ব গাধা দিবসের প্রচলন করেছিলেন আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণি নিয়ে কাজ করেন। তিনি বুঝেছেন যে, গাধা নামক প্রাণিটি চালাক মানুষ গুলোর জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পায়না বা পাচ্ছে না। তাই তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করে তানিয়ে কাজ শুরু করেন।
গাধার গড় আয়ু ৫০-৫৪ বছর। এই প্রাণিটি ঘন্টায় ২৮-৩১ কিলোমিটার গতিতে চলতে বা হাঁটতে পারে। ২০১৮ সাল থেকে ৮ মে তারিখটি বিশ্ব গাধা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।