শেরপুরের নালিতাবাড়ীতে কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কৃষক গ্রুপের কংগ্রেস বা কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সমমনা কৃষকদের নিয়ে গঠিত সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তন তেপান্তর-এ ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু এবং বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরনী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।
এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মওদুদ আহমেদ, এইও মো. আনেয়ার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফারুক হোসেন, এসএএও মানিক মিয়া ও মফিদুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড়শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষক সম্মেলনের আলোচনা সভার পরে কংগ্রেসে অংশগ্রহনকারী সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।