শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৮৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কায়দা এলাকায় এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা জানান, কৃষি সভ্যতার প্রাচীনতম পেশা। এই কৃষি বৈশ্বিক অর্থনীতির শক্ত ভিত; এমনকি বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা। করোনা ভাইরাসের করাল গ্রাসে পুরো পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত হলেও বাংলাদেশর অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কৃষি খাতের কল্যাণে। সারা দেশব্যাপী কৃষি উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষির এই মহাযজ্ঞের ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে মাঠ দিবস, কৃষি উপকরণ বিতরণ ও বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন ছিলো উল্লেখযোগ্য।