শেরপুরের নকলায় কৃষকদের মাঝে ভর্তূকি মূল্যের কম্বাইন হার্ভেস্টার, রিপার ও পাওয়ার থ্রেসারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকের মাঝে একটি কম্বাইন হার্ভেস্টার, একটি রিপার ও পাওয়ার থ্রেসারসহ আউশ আবাদের প্রদর্শনী প্লটের উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে রবিবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলমসহ অন্যান্য এসএএও, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাসুদ রানাসহ উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, হার্ভেস্টার, রুপার ও থ্রেসার বিপণন কোম্পানীর প্রতিনিধিগন ও সুবিধাভোগী কৃষককগন উপস্থিত ছিলেন।