শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার টালকি ইউনিয়নের রামেরকান্দি এলাকায় ব্রি ধান-৮৯ এর উপর এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হকের মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা এলাকায় একই ধানের উপর আরো একটি মাঠ দিবস করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হকের মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানাসহ এসএএও মশিউর রহমান উপস্থিত ছিলেন।