মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৫

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পঠিত

শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল/সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। এদিন এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার ৩ হাজার ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৯ জন এবং দাখিল পরীক্ষার্থী ১৬ জন। এই তথ্য মতে এবছর উপজেলায় প্রথম দিন পরীক্ষার সিটে বসেছে ৩,৪৭৫ জন পরীক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার (৩০ এপ্রিল) উপজেলার ৪টি কেন্দ্রে মোট ২,৮৮৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৯ জন এবং ৬২৫ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রথম দিনে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১,৩৯৯ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৬ জন।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান জানান, তার নিয়ন্ত্রনাধীন গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৮৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৮ জন।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫৫২ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৩ জন।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৫০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২ জন।

এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬২৫ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।

সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগন কেন্দ্র পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।